FAQ (Frequently Asked Questions)
কোথায় কোথায় ডেলিভারি দেন?
আমরা সারা বাংলাদেশেই ডেলিভারি দেই।
কোন কোন ধরনের শার্ট আছে আপনাদের কাছে?
ডাবল পকেট ফুল হাতা, ডাবল পকেট হাফ হাতা, বেন কলার ফুল হাতা, চেক শার্ট ইত্যাদি প্রায় সব ধরনের শার্ট।
আপনাদের শপ/শোরুম কোথায়?
দোকান নংঃ ১৬৭-১৬৮, শাহ স্মৃতি মার্কেট, ১/ডি, এভিনিউ #৪, প্লট ৩৬/এ. মিরপুর-১, ঢাকা-১২১৬।
এডভান্স দিবো না, পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করতে পারবো?
অবশ্যই!! পণ্য হাতে পেয়ে দেখে শুনে এরপর মূল্য পরিশোধ করবেন। এর আগে ১ টাকাও এডভান্স দিতে হবে না।
ডেলিভারি চার্জ কত? ডেলিভারি হতে সময় কেমন লাগবে?
ঢাকা ও এর আশেপাশে (নারায়ণগঞ্জ, গাজীপুর ইত্যাদি) হলে ৮০ টাকা এবং ঢাকার বাহিরে ১৩০ টাকা। ঢাকা ও এর আশেপাশে হলে ১-২ দিন এবং ঢাকার বাহিরে ২-৩ দিন সময় লাগবে।
সরাসরি শপ/শোরুম থেকে ক্রয় করতে পারবো?
জি অবশ্যই।
কি কি বারে এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে?
শুক্রবার-বুধবার খোলা থাকে (বৃহস্পতিবার বন্ধ) - সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।
যদি পণ্য পছন্দ না হয় বা কোন সমস্যা থাকে সেক্ষেত্রে?
শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে সেটি Return/Exchange করতে পারবেন।